,,,,,তুমি,,,,,,

চোখের জলে কবিতা হয় না তবু জল ছাড়া অপূর্ন থেকে যায় সব..
কিন্ত তোমার চোখের জলে কি হয়েছে?
তোমার ছন্দ হারানোর নির্বাক অভিমান
চোখের জলে মুছে যাওয়া সুখ
জীবনের প্রতিটি ক্ষনে আমি উপলব্ধি করেছি,...................
জীবনের এক একটি ধাপ এগিয়ে যেতে যেতে
আমি বুঝেছি তোমার বুকে কত শত নির্বাক কষ্ট
তিলে তিলে প্রতিদিন তোমাকে নিঃশেষ করে দেয়,
মাঝে মাঝে অনেক রাগ হতো তোমার উপর
কেন তোমার বুকের প্রতিবাদী স্বত্বাটাকে
তুমি এতো যত্নে বন্ধি করে রাখো?
কেন সুখকে এতো কঠিন শাসনে দূরে ঠেলে দিয়েছিলে?
কার জন্য এসব করেছিলে?
অনেক কাছের বন্ধুটিকেও দূরে ঠেলে দিয়েছিলে
কি দরকার ছিল এতোটা করার?
কি পেয়েছ তুমি!!শুধু প্রতিদিন দাফন করেছ তোমার সত্বাকে...
তোমার এক একটি সপ্নকে....তোমার তুমিকে....
কেন এমন করলে?
হয়তো পৃথিবীটা একটু জ্বলে যেতো...
হয়তো আজ যা আছে তার অনেক কিছুই থাকতোনা.....
তবু তুমি তো বেঁচে থাকতে!!
তোমার সমস্ত সুর পথের ফাকে ফাকে লুটিয়ে পড়তো না...
কোনো এক সন্ধায় তোমার স্বপ্নে মাখা গোপন ডায়রিটা পড়ে
তার চোখ বেয়ে জল গড়িয়ে পরতো না...
তোমার অজান্তে গোপনে তোমাকে জেনে ফেলায়
আর একটি বার ক্ষমা করে দিও থাকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
1 মন্তব্য(গুলি):
Hey, that's my paint!
:) Thank you like it, if you want to see more of my work visit http://sticker09.deviantart.com
Greetings from México.
একটি মন্তব্য পোস্ট করুন