উন্মাদের প্রলাপ.............



মৃত মানুষের এই পৃথিবীতে এখন জীবন্ত মানুষ খুঁজে পাওয়া ভার। চারিদিকে শুধু মরার গন্ধ । আবার পুরপুরি (শারীরিক ও মানসিক )মরলেও হত। শুধু আত্মাটা মরে গেছে। বাকি যে দেহটা বাকি আছে তা মাংসের ভারে ক্লান্ত ।
যখন আবিষ্কার করলাম চারপাশে মৃত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, তখন থেকেই চেস্টা করা শুরু করলাম মৃত মানুষগুলকে পুনরায় জীবিত করতে। চেষ্টা কম করেছি এটা কেও বলতে পারবে না। একদম ব্যার্থ হয়েছি এটাও বলা ঠিক না... কাঁচা লোহা যেমন চুম্বকের প্রভাবে আপেক্ষিক চুম্বকত্ব লাভ করে, ঠিক তেমনি ,কিছু মৃত মানুষ ও ক্ষণিকের জন্য জীবন লাভ করত। কিন্তু তার পর আবার যা তাই হয়ে যায়।
তবে এখনো চেষ্টা ছাড়ি নাই। কারন এখন ও ১০০০০০০ এর ভেতরেও যদি ১ জন জীবিত মানুষ থাকে তাহলে আমরা সবাই মিলে হয়ত একদিন সব মৃত মানুষগুলকে প্রাণ দিতে সক্ষম হব... কারন সম্ভাব্যতার সুত্র বলে কন কিছুর সম্ভাব্যতাই কখনো শুন্য হয় না... আশায় আছি জীবিত মানুষের .....
মৃত মানুষের এই পৃথিবীতে এখন জীবন্ত মানুষ খুঁজে পাওয়া ভার। চারিদিকে শুধু মরার গন্ধ । আবার পুরপুরি (শারীরিক ও মানসিক )মরলেও হত। শুধু আত্মাটা মরে গেছে। বাকি যে দেহটা বাকি আছে তা মাংসের ভারে ক্লান্ত ।
যখন আবিষ্কার করলাম চারপাশে মৃত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, তখন থেকেই চেস্টা করা শুরু করলাম মৃত মানুষগুলকে পুনরায় জীবিত করতে। চেষ্টা কম করেছি এটা কেও বলতে পারবে না। একদম ব্যার্থ হয়েছি এটাও বলা ঠিক না... কাঁচা লোহা যেমন চুম্বকের প্রভাবে আপেক্ষিক চুম্বকত্ব লাভ করে, ঠিক তেমনি ,কিছু মৃত মানুষ ও ক্ষণিকের জন্য জীবন লাভ করত। কিন্তু তার পর আবার যা তাই হয়ে যায়।
তবে এখনো চেষ্টা ছাড়ি নাই। কারন এখন ও ১০০০০০০ এর ভেতরেও যদি ১ জন জীবিত মানুষ থাকে তাহলে আমরা সবাই মিলে হয়ত একদিন সব মৃত মানুষগুলকে প্রাণ দিতে সক্ষম হব... কারন সম্ভাব্যতার সুত্র বলে কন কিছুর সম্ভাব্যতাই কখনো শুন্য হয় না... আশায় আছি জীবিত মানুষের .....

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন