নাগরিক প্রেম ( কোবতে কিন্চিৎ ছেকা খাওয়া :)





শান্ত এ নগরে
নির্মম প্রহরে
ভালবাসা দিবানিশি
দিন দিন কাতরায়,
কথিত প্রেমিক প্রেম
দিন দিন হাতরায়।
ভালবাসার খোঁজে সে
পরিমরি ছুটেরে
ফিরে ঘরে নিরবে
হয়ে শেষে ক্লান্ত,
অসহায় নিরুপায়...................

দিশা হারায় ভ্রান্ত।
কতক খোঁজে সুখ
বিহনে রাখিয়া দুখ
ভালবাসার মন্ত্রনে,
বিদগ্ধ জালামুখ
রচে যে অন্তরে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন